শব্দ কি পারে মনে কি চলে
তা সদা প্রকাশ করতে,
অর্থ কি পারে সার্বজনীন ক্ষেত্রে
একই মনের ভাব প্রকাশ করতে।
নাকি , যা বলি যা দেখি যা শুনি
সবই আমাদের অন্তস্থ বাসনার আয়না।
কেন টাকার সঙ্গে ফ্রিতে হয় পাওয়া
হারানোর ভয় আর ঘুম গুম হওয়া,
কেন অন্যের দেখানো মিথ্যা আনন্দে
রাত দিন তুলনায় মাতি ফেসবুকে,
কেন নিজেদের কাছে নিজে ভালো সাজতে
অহেতুক দোষারূপ করি বাকিদেরকে,
হয়তো প্রশ্নগুলোই অহেতুক তাই জানতে ইচ্ছে হয় না আসলে জীবনে কি চাই-
অতি অল্পে কখনো কেন এত সুখ পাই,
আবার প্রাচুর্যের মাঝেও কেন জীবনে শান্তি নাই।
তবু যদি অহেতুক কৌতুক সম প্রশ্নগুলোর উত্তর, জানার ইচ্ছে হয়-
তবে, ভিড় থেকে দূরে ,
আয়নার প্রতিবিম্বে,
শারীরিক অস্তিত্বকে ভুলে,
নিজেকে জানতে হয়।