আমার অপেক্ষা হয় না শেষ
     মনজুড়ে থেকে যায় যার রেশ
তার কাছে তো , নেই মোর মূল্য বিশেষ।

দিনশেষে রাত হয় , রাত ফুরোলে ভোর
      তার জন্য কেটে যায় নিদ্রাহীন প্রহর
আমাকে নিয়ে তার প্রহসন শেষই হয় না
যেন তার জন্য আমি কেবলই এক খেলনা।

হয়তো তার কাছে আমি পুরোটাই ফেলনা
তাই সে মানে না আমার করা বায়না।
এভাবেই দেখেনা মনে থাকা বেদনা
তাকে কি ডাকা যায় ,  "প্রিয়তমা" ?
কৌশলে যে দিয়ে যায়, অবজ্ঞা অবহেলা!