তার উত্তরের জন্যে কত অপেক্ষা
অধীর হয়ে থাকা, খুশি খুশি লাগা ।
সকালে মুঠোফোনে গুড মর্নিং দেয়া
রাতে শুয়ে শুয়ে সপ্নীল কথোপকথন
ঘুম ব্যাংকে রেখে, রাত্রি জুড়ে অহরহ
তার কথায় । তার কথাই ভেবে যাই।
সে কি জানে, আমার মনে থাকা ফুলে
তার নামে কত সুবাস ছড়ায় প্রাণে ।
সে কি করে পারে, এই ব্যাস্ত জীবিকার
মাঝে থাকা , সুমধুর অপেক্ষায় ভরা ,
আশায় টইটুম্বুর আমায়, উপেক্ষা করা।
জানি না , বুঝি না, পারি না,
ছাড়া তারে কলম কালিতে এত শত
বিষয় রেখে, শুধু তারে ই লেখা ।
শুধু তারে ই ভাবা , আর সেকেন্ড মিনিট
ঘন্টা জুড়ে, রিপ্লাই এর অপেক্ষায় থাকা।
আরেহ! কবিতা আধা রেখে যাই কই?
সে অনলাইন হয়েছে।তবে, রিপ্লাই দিবে?
সে প্রশ্ন জাগে না, আশায় ডুবে থাকা হৃদয়ে।