খ্যাতির জন্য আকুল হয়ে থাকি,
দিনরাত লাফালাফি!
হন্তদন্ত হয়ে তদন্ত চালাই,
বিবিধকর্মে পসরা সাজাই,
তবে এবার বুঝি গাইবে মোর গীতি।
আসবে বুঝি অবহেলার ইতি।
অনুভূতির স্বাদ! সে তো প্রকাশিত রঙে
আবেগের ঘ্রাণ! থাকে পুরো লেখা জুড়ে
তবু মুমূর্ষু্ ম্লান , কেন এই নিয়তি
হৃদয় হতে হৃদয়ে ছড়াতে, নিথর কেন গতি
জানি, নামের নেই পরিচিতি।
তাইতো , আকুল হয়ে থাকি,
আর ভয়ে ভয়ে বাঁচি,
কবে,  হারিয়ে যাবে খ্যাতি-
পুস্তক ছেড়ে : সিনেমার ভিড়ে,
যেখানে,  'অক্ষর'-গায় না গীতি ।