সে কখন আসে কখন যাবে
কখন ই বা সপ্ন হবে
তা শুনিবার আশায় আর থাকি না বসে
তাই কান পেতে রই
আমি কান পেতে রই
আমার আপন মনের বিরল ঘরে
সরল সুরে শব্দ তালে
ঝঙ্কারে মনো দলো শুধু দোলে
তাই কান পেতে রই
কে যে আসে মনে চেহারা হীনা
দৃশ্য ছাড়া অদৃশ্য পটে
সঙ্গীত সমেত রণ সুরে
কান পেতে রই।