জীবন যদি হয় বয়ে চলা নদী
কিভাবে রবো ভেসে যদি,
কিছু আঁকড়ে না ধরি।
আবার আঁকড়ে ধরলে জন্মে যায় মায়া
স্মৃতির দেয়ালে ক্রমে , জমে কত ছায়া ।
তাই যখন ডুবে যায় অবলম্বন
ছেড়ে দিতে হয় ভাসার সম্বল
তখন কতই না কান্না!
কিছু বাহির হতে যায় দেখা
আর কিছু নিজের কাছেও অজানা।
তাই কাছে থেকে মনে হওয়া সাধারণ
দূরে যাবার পর হয়ে উঠে অসাধারণ।
ঠিক যেমন মা, তোমার আঁচল ছায়া
কিংবা রাগী বাবা, তোমার দেয়া বকা
দপ্তরী কাকার ঘন্টা, স্কুল ফাঁকি দেয়া
অথবা জীবনের ঠিক শেষ মুহূর্তে :
একটু নিঃশ্বাস নেয়া।