বেজে আছে আজ মনের বারোটা
ঝেড়েছে বস সকালে পা থেকে মাথা
বাদ রাখেননি অপমানে গড়পরতা
প্রতিটি শব্দ দিয়ে বিষ বিষাদের ঘা।
পুরো দিন জুড়ে স্যাড ইমোজি নিয়ে
বসে রইলাম চুপ পেঁচা মুখ করে
এখন ঘুমাবার আগে এসির বাতাসে
ঠান্ডা শীতল স্পর্শে ভাবনা আসছে-
মুড খারাপ রেখে দিন জুড়ে
লাভ কি দু টাকা হয়েছে হিসেবে?
শ্বাস জুড়ে যেখানে জীবনের খেলা
চোখ জুড়ে যেখানে দৃশ্যের মেলা
হৃদয় জুড়ে যেথা আবেগের বন্যা
আর শ্রুতি জুড়ে যখন গীতি কবিতা,
তবে কেন ফালতু লোকের ফালতু কথায়
বিবেচনা হীন ব্যক্তির দোষী বিবেচনায়
ডুবে যাব চিন্তায় ?
দেখবো না কেন প্রকৃতির প্রেমের চাদর
যার  মাঝে থাকেনা কোন অনাদর
শুধু থাকে আনন্দ অনুভূতি উপলব্ধি
আর একাত্ম কাব্য স্রোতের সমাদর।