-শুনছো! আমার হাতে এটা কি, বলতো?

ঝগড়াটে বউ বলে,
-ওমা! এবার তাহলে চোখটাও গেলো!

-আহা !লক্ষ্মীটি ! বল না, এটা কি?

শুনে খুশিতে আহ্লাদী হয়ে তিনি
-মেটাডোর কলম নাকি?

-উহু, হলো না, হলোনা, আবার বলো।

-তোমার মাথা, আমার মুন্ডু!

রাগী তোমায় দেখে হাসি আটকে বলি ,
-এটা আমার রং তুলি!

রাগ পানি করে ভয় পেয়ে বললে ,
-এই তুমি কি অসুস্থ ! কলমকে তুলি বলছো ! ডাক্তার ডাকবো?

হো হো করে হেসে, তোমার ভয়কে বাড়িয়ে দিয়ে বলি,
-মনের চোখ খোলো প্রিয়!

অবশেষে বিরক্ত তুমি বললে,
-ঠিক আছে। এবার তবে দেখাও, তোমার আঁকা ছবি।

উত্তরে মৃদু হেসে তোমায়, আমি দেখালাম এই লেখাটা।

রাগ অভিমান ভয় প্রেম আর অনন্য সব আবেগে ভরা  

তোমায় তুমি,আমার আঁকা ছবিটিতে,দেখলে কিনা জানিনা।