বুঝে নারে অবোধ মন-
মিছে করে জ্বালাতন- বড়ই অবুঝ,
জীবনটা সুখের নয়-
যা দেখি সব অভিনয়- স্ব'কেই খোঁজ।
চুল পাকিবে নড়িবে দাঁত-
বোধ হারিয়ে হবে উম্মাদ- আসিবে সময়,
হারাবে তোর জীবন যৌবন-
ডুবিস-নারে পেয়ে মৌ-বন-বাড়ারে হৃদয়।
মরিলে সব হবে মাটি-
মানব প্রেমে হৃদয় খাঁটি- রাখছ'নি খবর,
হিসেব তোমার হবে দিতে-
কি করিলা মানুষ-রূপে- জগতের উপর।
জাত বে-জাতের কর বড়াই-
উঁচু নিচুর মিথ্যে লড়াই- ছাড়'রে এবার,
দুদিনের এই ধর্মশালা-
খুঁজে নারে ওই বিধাতা-তিনি'যে সবার।
সবার খবর রাখেন তিনি-
গড়ছেন যিনি এই ধরণী- করছেন ভরণ,
আপন পর তার কাছে নাই-
এক ঠিকানায় যাবো সবাই-রাখিও স্মরণ।
কি হবে এই আভিজাত্য-
মরণের স্মরণ কর নিত্য- এটা-ই বাস্তব,
রবে না তোর সঙ্গে কিছু-
যম'যে তোর করছে পিছু-রেহাই অসম্ভব।
মানুষ ধর খোঁজ মানুষ-
রঙ দেখিয়া না হই বেহুঁশ-মানুষ ভজিয়া,
স্রষ্টার প্রেমে অমরত্ব-
মিছে'ই রে-তোর ধনরত্ন- মিছে-ই দুনিয়া।
সৃষ্টির মাঝে স্রষ্টা পাবে-
মানুষকে যাও ভালোবেসে- ধরিতে স্রষ্টা,
প্রাণে-প্রাণে স্রষ্টার প্রেম-
ছাঁই হবে তোর ধর্ম-এলেম- হলে পথভ্রষ্টা।