সেদিন তোমার চোখে থাকবে মিনতি,
স্বজনে স্বজনে তুমি খুঁজবে আশ্রয়,
ব্যথাহত কান্না বুকে চোখ খরা চৈতি ;
সে- নিষ্প্রাণ আর্তনাদ মৃত্যু-র বিজয়।
ভয়ে কম্পিত স্ব-বুকে বিলীন সম্প্রীতি,
জীবনের বাঁকে বাঁকে দ্বীন শুধু ক্ষয়,
ব্যর্থতা-র গ্লানি মেখে যেতে যদি হয় ;
কি-করে মিলবে বল খোঁদার মহতী।
এসো-ভালোবাসা খুঁজি স্রষ্টা'র সৃষ্টি'তে,
আপনে আপন ভাবী, রাখি মন তুষ্টি;
ভুলে জাতিভেদ প্রাণে প্রাণ বাঁধি, চিত্তে
খুশি দরশন জনে, পূঁজি নিজ কৃষ্টি।
মনে রেখো, সে গন্তব্য পথে হ-বে যেতে
আসিবেনা কভু ফিরে, সৃজি স্রষ্টা-সৃষ্টি।