গভীর বর্ষা রাত, ছন্দময় বর্ষণ-জলে নৃত্য,
ভেজা বাতাসের স্রোত, প্রিয়া বক্ষ, উষ্ণ অধীর।
অনুভবে-ই জাগে শিহরণ, নাচে হিয়া চিত্ত,
ভুলে যাই ব্যবধান-বাড়ে প্রেম, তৃষ্ণার্ত অস্থির!
শূন্যতা চারিদিক সুনসান, নিঝুম রাত্রির
গায়ে লেগে থাকা কলঙ্কের কালি। প্রিয়জন
অবহেলিত হৃদয়ে মেঘ গর্জন বিজুলির,
নয়নে কষ্ট-স্রোত আঁধারের বুকচেরা বরিষণ।
এভাবেই যাচ্ছে কেটে দিনরাত! কত সময়
করছি পার বোবা প্রশ্নের জাল বুনে, নীরবতা
ঘেরা রাতের আকাশে ভেসে ভেসে! নির্দয়
স্মৃতিগুলো বারবার দিয়ে যায় অসহ্য যন্ত্রণা।
বৃষ্টির রিনিঝিনি শব্দ'রা বাঁধছে সুর, হায়!
কত ভালো লাগার মুহূর্তগুলো যাচ্ছে এভাবে!
আজ আর কোন গান গাইতে মন না চায়,
হৃদয় গহীনে ভাবনার ধুম্র, তা বুঝবে কিভাবে!
হয়তো গভীর ঘুমে মগ্ন, কোন নতুন স্বপন
বেঁধেছে বাসা ও'হৃদয়ে, ভরে উঠেছে সুখশয্যা!
নয়তো বিরহে মোর নীরবে করছে ক্রন্দন
খুলে দক্ষিণা জানালা, চোখে বৃষ্টিস্নাত প্রতীক্ষা।
(২৯-৮-২০১৭ইং প্রথম সামুতে প্রকাশ করি)