মনের কথা গুলো লিখা হয়না অনেকদিন...!
খুব অভিমান জমেছিল....
কার কথা লিখবো...!
কিসের কথা লিখবো....?
কতটা লিখবো.....!
আজও নির্ধারণ করতে পারিনি-
আমার কষ্টের সীমারেখা কতদূর বিস্তৃত....!
প্রতিদিন প্রসারিত কষ্টের পরিধি-
চোখের সীমানা ছাড়ায়ে মনের সীমানা,
এই কষ্টের বুঝি আর নাই শেষ....!!
নিঃস্ব শূন্য জীবনের ভার বইতে বইতে ক্ষীণ মন-
কিকরে পাড়ি দেয় সফলতার পিচ্ছিল পথ!
চাইলেই কি লুকানো যায় ব্যর্থতার নির্মম আঘাত,
ক্ষত হৃদয়ের রক্তক্ষরনে-
বড্ড পিচ্ছিল হয়ে যায় সফলতার সিঁড়ি।
পৃথিবীর কোন প্রাণীরই-
ব্যর্থতার গল্প ভালো লাগেনা,
আর মানুষ!
সে-তো সফলতার গল্পে বিভোর!
অর্থবিত্তের মোড়কে নিজেকে লুকাতে সাবলীল!
দুনিয়া জুড়ে ভালো মানুষগুলো-
বোকা-নির্বোধ-দুর্বল বলে বিবেচিত হয়!
মানুষ যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বস্ত হতে পারতো!
তবে ধর্ম বর্ণ গোত্রে বিভাজিত হতোনা,
স্রষ্টার সৃষ্টির প্রতি ভালোবাসা জন্মাতো।
মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা দেখে
নিজের কষ্টগুলো ক্ষুদ্র মনে হয়!
ভুলে যাই ব্যর্থতা ভরা জীবনে হারানোর ব্যাথা-
নিত্য আমাকে যে ব্যাথাগুলো করে ক্ষয়....।
স্রষ্টা জীবন দিয়েছেন,
জীবন'কে প্রভাব বিস্তার করার লোভ না দিলেই
সৃষ্টি কূলে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা থাকতো না!
মানবিকতার জয় হোক🙋।
ভালোবাসার মানুষকে যখন-
ভালোবাসবার অধিকার না থাকে,
তখন বোঝা যায় জীবনের ভার আসলে কতটুকু!
মনের আকাশে স্বপ্নের ভেলা ভাসিয়ে-
উচ্ছল চঞ্চল হাসিখুশি ছুটে চলা কিশোরটি-একদিন থমকে দাঁড়ায় শূন্য চোখে-
স্থির স্তব্ধ পাথরের মতো।
আমি আজও এক তৃষ্ণার্ত পথিক-
যার স্বপ্নেরা কভু পায়নি পূর্ণতা.....!
সঙ্গী কেবল এক অতৃপ্ত আত্মা-
কখনো পথের ধূলো-
নয়তো ঝরাপাতা....।
মাঝেমধ্যে ভাবি!
ফিরে যেতে পারতাম যদি '৯৪/'৯৫ সালে!
সাজিয়ে নিতাম নিজেকে আবারও...
একদম নতুন করে...
আর কোন ভুল মানুষে পড়তাম না বাঁধা...
গল্পটা হয়ে যেতো সফলতার......।
ভালোবাসা!
না রে...! ও-ই পথে আর হাঁটি না!
হারিয়েছি অ-নে-ক...
হারিনি কখনোই।
হেরেছে কেবল বিশ্বাস-
নয়তো.... আমি আগের মতই....।
কষ্ট...
ছোট হোক কিংবা বড়ো,
যখন বুঝবার মতো একজন মানুষও না থাকে-
নিজেকে তখন মনে হতেই পারে একা,
তুচ্ছ, অতি নগণ্য।
বেহায়া মনটার প্রতি বেড়েছিল অনেক ঘৃণা,
আঁধারে ডুবতে ডুবতে ভেবেছি-
মুছে যাক পৃথিবী থেকে ব্যর্থ জীবনের গল্প...।
ব্যর্থ জীবনের গল্প -নাঈম জাহাঙ্গীর নয়ন
ডিসেম্বর ০২, ২০১৯'ইং, ঢাকা