আমার প্রহর গুলো সব আজ
বেদনার স্রোতে ভেসে ভেসে বড্ড ক্লান্ত।
আহ! কি যে কষ্ট এই বুকটার ভিতর....!
নয়ন সাগর দুটিতে যেন সুনামির বাঁধভাঙা ঢেউ,
বারবার তীর ছাপিয়ে হৃদয়ের চারণভূমি করছে প্লাবিত।
স্থির দৃষ্টি আকাশের নীল ভেদ করে প্রিয় মুখপানে,
যেন থমকে দাঁড়িয়ে আছে সময়....
দিক্বিদিক ছোটাছুটি করছে অশান্ত এই মন-
স্বজন হারিয়ে আজ গভীর শোকগ্রস্ত।

হায়রে স্বজন হারানো কষ্ট.....!
কোন সুনামি তোকে আর নিতে পারেনা ভাসিয়ে,
তোর ভার যেন বেশি পৃথিবী থেকেউ...!

মৃদু বাতাসে দোলে হৃদয়ে জমে থাকা দুঃখ গুলো।
প্রিয়জন হারানোর ব্যথা-
কেবল, বাতাসের মতো করে গতির পরিবর্তন,
এক জীবনে আর বুঝি হয় না শেষ কখনো....।

বুকের ভিতর জ্বলতে থাকা আগুন-
বাতাসের তালে তালে বাড়ে আবার কমে,
কখনোবা দাবানল হয়ে-
জ্বালিয়ে দিয়ে যায় অবশিষ্ট সুখ টুকুনও...!
মনের এই আগুনজ্বলা হায়...
নিভে না কভু দুই সাগরের জলেও...।।


(কবিতাটি আজই প্রকাশ করেছি সামুতে আমার নিক থেকে।)