আমি কষ্টের দাবদাহে জ্বলতে জ্বলতে অনুভব করি,
কতটা দুঃখবোধ- কতটুকু বেদনা কাঁদায় মানুষকে।
আমি কষ্টের কাছে পরাজিত নই,
বেদনার সাথে সখ্যতায় বিভোর-
কষ্টকে সদাই করে চলেছি জয়।
ফাগুন-শুষ্কতা চৈত্র-দহনে পাতা-শূন্য বৃক্ষের মতই,
নিঃশেষ হয়েও অবিচল নিজ আয়োজনে মনোবল,
দুর্দমেই দেখেছি সফলতা আর দূর্লভ কতো বিজয়।
দুঃখের সখ্যতায় চিনেছি মানুষ, বন্ধু-ভাবিত স্বজন,
মনের এ্যালবামে দুঃখ নয়-আঁকি সুখের প্রতিচ্ছবি;
করি কষ্টের সাথে বন্ধুত্ব, আমি দুঃখ ভালোবাসি।
অসহায়ের পাশে বসি দুব্বা-ঘাসে, আহ!
কতটা কষ্টের ভারে দুর্বল গরীব ক্ষুধাতুর
জীবনের ভার বইতে বইতে হয় ক্লান্ত!
আমি অনুভব করি বিষণ্ণ রাতের শেষ প্রহরে,
অনাহারীর ঘুম-দীর্ঘশ্বাস কতটা বিতৃষ্ণার;
মহাপ্রলয়ের বেগ-তাপ অঙ্গার জলন্ত হৃদয়ের।
তোমাদের সুখ-অভিনয়ে মেতে উঠি না আমি,
জানার তৃপ্ততায় আত্ম-সুখানুভবে মাতি নৃত্যে;
চিত্তে ভাসিয়ে মুগ্ধতার রশ্মি- খুঁজি সুখ ভৃত্যে।
হারানোর ব্যথায় পুড়ি নিভৃতে হয়ে নীরবচারী,
ভাবতেই পারো নির্বোধ-আমি দুঃখ ভালোবাসি।