অলস দুপুর গাছের ডালে,
ডাকছে কোকিল মধুর সুরে;
পায়রী দেখে টিনের চালে,
বাক-বাকুম পায়রা ডাকে।
শর্ষে দানা পানির বাটি,
খুব যতনে সাজিয়ে আমি;
ডাকছি কতই হাত বাড়িয়ে,
ভালোবাসা-র মায়া ছড়িয়ে।
দুষ্টু পায়রা কিছুনা বুঝে,
দূরেই থাকে আসেনা ঘরে!
পুকুর ভরা মিষ্টি পানি,
হংসী মত্ত হাসের প্রেমে;
শামুক কুড়া দিলাম মাখি,
এক নজর দেখে'না ফিরে!
উদাস দুচোখ মন শ্রাবণে,
পিরিত আমার হইল না-রে।
ভাসা পানি খালে বিলে,
করছো খেলা মন আনন্দে;
ঝাঁপা-ঝাঁপি সুখ আবেসে,
ক্লান্ত হবে ডুব সাতারে।
গভীর পুকুর অথৈ নদী,
উঠবে ডানা ব্যথায় ভরি;
করবে যতই আসন সুখে,
অস্থির হবেই খরস্রোতে।
হঠাৎ করে জল তরঙ্গে,
পরবে ভীষণ বরিষণে।
তুমুল খরা তৃপ্তি জানি,
পাখির সঙ্গ ভাবের কালে;
ভাবুক কথা প্রেমের দাবী,
ভুলল পাখি রইল দূরে!
কষ্টে হৃদয় যাচ্ছে পুঁড়ে,
পিরিত আমার হইল না-রে।
স্বচ্ছ আকাশ মেঘের ফাঁকে,
মন খুশিতে রোদ বৃষ্টি-তে;
বনজঙ্গল আর উঁচু ডালে,
ঘুরতে বসতে ক্লান্ত হবে।
ভাঙবে ডানা কাঁদবে জানি,
ভাসবে তোমার হৃদয় ভূমি;
পড়বে যেদিন হঠাৎ ঝড়ে,
সঙ্গী তোমার কেউ না রবে।
খসবে পালক ভিজবে জলে,
আমায় ভীষণ পড়বে মনে।
তুখোড় চলা মিষ্টি ভাষী,
আঁকি চিত্র মনের ফ্রেমে;
বুঝবে সেদিন ভালোবাসি,
আমায় যেদিন মরণ ছোঁবে!
তোমায় সৃজি মন মন্দিরে,
পিরিত আমার হইল না-রে!