একটি প্রশ্ন, আমার জীবনকে তুলছে বিষিয়ে;
বারবার আমার হৃদয় দোয়ারে নাড়ছে কড়া।
চাইছে উত্তর সমাধান, করছে আত্ম চিৎকার;
বড়ই বিস্মিত আমি শুনে এ প্রশ্ন 'আমি কার'?
নির্বাক যেন আমি স্তব্ধ বসেই আছি চুপচাপ;
এ কেমন প্রশ্ন, কেমন ইচ্ছে আমাকে জানার!
কি বলবো! কিইবা হবে আমার সঠিক উত্তর!
মন কি বলে, আমি কি শুধুই কেবল আমার!?
আমি দেখি ক্ষুধার সাথে যুদ্ধ করে চলা ভিক্ষুক,
পথ শিশুর ক্ষুধার্ত মলিন মুখ ভেসে ওঠে বারবার;
ঘামে ভিজে ভরা এই শীতে ক্লান্ত শ্রমিকের মুখ,
ভয়ে কম্পিত বুক কৃষকের দুষ্টের জয় জয়কার!
মহাজনের উদ্যত আচরণ, গরীবের হাহাকার,
শোষিতের দীর্ঘশ্বাসে ভারী আজ আকাশ বাতাস;
দুষিত আজি মানুষের বিবেক অন্তর, চারিধার!
কাপুরুষের মতো সহজেই বলি 'আমি আমার'!!
আমার সকল চোখ বন্ধ, বিবেকের বন্ধ দুয়ার,
হায়রে! কেন এত স্বার্থপর আমি! দেই ধিক্কার;
নাপারি চিনতে নিজকে, দুর্বলের পাশে দাঁড়াবার!
বড় বিস্ময়, রহস্যময় অদ্ভুত এ প্রশ্ন 'আমি কার'?