কেমন আছো- মা'গো তোমায় কত-দিন দেখিনা!
তোমায় ছেড়ে দূর প্রবাসে দিন আমার কাটে'না।।
সময় কাটে অস্থিরতায়,
কাজের ফাঁকে মা'গো তোমায় মনে পড়ে খুব।
জানলে ও'মা তোমার খবর জোড়ায় আমার বুক।।
দুঃখের আগুন যায়'গো নিভে-
দেখলে তোমার মুখ-
সকল কষ্ট ভুলে মনে- পাই যেন'গো সুখ।।
শুনলে তোমার মুখের কথা,
থাকেনা হারানোর ব্যথা;
না দেখিলে মনের ভিতর বাড়ে'গো উৎসুক।
জানলে ও'মা তোমার খবর জোড়ায় আমার বুক।
তোমার ছেলের দুঃখ মা'গো
কে আর বুঝলো কবে!
স্বার্থে গেল ভালোবাসা- হারাইলাম সব ভ'বে।।
কষ্টে ভরা ব্যর্থ জীবন,
তুমি-হীন দেখিনা সু-জন;
সুখ বুঝিনা কোথাও ও'মা- খুঁজি তোমার কূল।
জানলে ও'মা তোমার খবর জোড়ায় আমার বুক।
কথা ও সুরঃ নাঈম জাহাঙ্গীর নয়ন