শুনরে আহম্মকের দল তোরা নিজের খবর রাখ,
কেন অন্যকে করতে বশ্য সামনে ধর্ম দাঁড় করাস!
সেতো যারযার পূজনীয় শ্রদ্ধেয় অন্তরের বিশ্বাস,
তুইতো মানুষ খোদা নোস কেন মনের খবর চাস!
ধর্মের দোহাই দিয়ে কেন মানুষে করিস বিভাজন,
সবার আগে মানুষ সত্য, মমতায় করে-নে স্বজন।
মানুষের মাঝে আছে তোর ভগবান আল্লাহ্ ঈশ্বর,
স্রষ্টাকে খুঁজতে যাবি কোথা ধর-রে তুই মানুষ ধর।
মিছেই করিস'না ভণ্ডামি ধর্মকর্ম মনে শিহরন,
মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, উত্তম বিচার বিচরণ।
মানুষে রাখিস ভালবাসা দশে করবে অনুসরণ,
মানবিক গুণাবলী ধ-র সবুজ রাখ অন্তর মন।
খোদার মহব্বতে মানুষ ভুলে করিস তুই আঘাত,
প্রথম পরিচয় ভুলিস সামনে আনিয়া ধর্ম-জাত!
খুঁচা মেরে পরের বিশ্বাসে লুকাস তুই নিজ স্বভাব,
পুষা জানোয়ার যেন তুই মানুষকে কুপাস পুড়াস।
তোদের মত ভণ্ড ধার্মিক যুগে যুগে নিস কত প্রাণ,
তিলকে তাল করিস তরা বাড়াস সমাজে ব্যবধান;
ধর্ম লড়াইয়ে কত মা'র শূন্য বুক, আজো রক্তপাত,
এইকি ধর্মের ফল ভবে মিথ্যে যুদ্ধে দিতে হয় জান।
আয়রে তোরা রাখ বিশ্বাস ধর্মের শক্তিকেন্দ্র অন্তর,
মানুষের মাঝে প্রেম খোঁজ সৃষ্টিতে স্রষ্টা পাবি খবর;
প্রিয়র প্রিয়কে বাস-ভালো শ্রদ্ধা রাখ মনের ভিতর,
মানুষের মাঝে পাবি জানি ভগবান আল্লাহ্ ঈশ্বর।
(১৫-৭-২০১৭ইং সামুতে প্রথম প্রকাশ করি)