আয়রে সখি এই নিরালায় বাসবো তোকে ভালো,
আঁধার রাতে বদ্ধ ঘরের তুই-যে চাঁদের আলো।
রঙিন পানি লাগবে না আর তোকে কাছে পেলে,
রূপের নেশায় মাতাল হয়ে প্রেম দেবো আজ ঢেলে।
দিওয়ানা হবো তোর সোহাগি পরশ লাগলে গায়,
আর থাকিস না দূরে ও সখি রাত যে চলে যায়!
মনের যতো চাওয়া পাওয়া করবোরে আজ পূরণ,
ভুল গুলো সব মিলন সুখে ভাববো হচ্ছে শোধন।
এক বালিশে রাখবো মাথা থাকবে না ফাঁক তিল,
স্বর্গীয় সুখ অনুভবে ক্ষণ অন্তরা-য় ঝিলমিল।
কতো দিনের স্বপ্ন আশা জমে আছে এই বুকে,
আদর সোহাগ যত্ন প্রেমে হিসেব যাবে আজ চুকে।
অনেক দিনের স্বপ্ন আমার রাখব ও'বুকে মাথা,
তৃপ্তি সুখের পরশ ছোঁয়ায় ভুলবো সকল ব্যথা।
আকাশ ভরা তারার মেলায় দেখবো ও'চাঁদমুখ,
এক পৃথিবীর স্বপ্ন আশা তোর মাঝেই সব সুখ।
আয়রে সখি দেখনা বুকে জ্বলছে আগুন কেমন,
দুচোখ জুড়ে আষাঢ়ের ঢল চায় না মানতে বারণ।
ও'সখি তোর সোহাগ প্রেমে মনটা দে-আজ ভরে,
আর কতকাল উগ্র যৌবন রাখবো বল-না ধরে।