দূর থেকে ভালবেসেছি'
আগন্তুক দুটি চোখ,
হৃদয় জুড়ে সারা জাগানো"
প্রাণ তোমার দৃষ্টি।
"ভালবেসেছি"
নক্ষত্রের পাশাপাশি দুটি তারা,
তুমি আর আমি "আমরা"
সেই কবে প্রথম দেখেছি,
সেই কবে স্বপ্ন এঁকেছি,
কোন সন্ধ্যের খেয়ালে
অন্তর দেয়ালে,
কড়া নেড়েছো হঠাৎ,
নাম না জানা সেই "তুমি"
তোমায় "ভালবেসেছি।
যদিও চোখ দুটি বেশ অচেনা'
চোখের ভাষাটি যেন খুব চেনা,
তাই "ভালবেসেছি।
যদি' ভাষাটি জানানোর ইচ্ছে
থাকে জানিয়ে দিও,
যদি বোঝার ভুল থাকে
তবে ভুলে যেও;
তবে চোখ দুটিকে
"ভালবেসেছি" জেনে নিও।