লম্বা গলার মেয়েটার নাম
-বিনা
সে এক গল্পের আনাগোনা,
আমাকে তার মোটেও রোচেনা
আমার কপালে মাঝে-মাঝে জ্বর হয়ে নামে।
তবু আমি থাকিনা তার কোন দামে,
কী চাই কে জানে?
আমি কিচ্ছু বুঝি না;
ভাল-মন্দ,
নিদ্রা-রাগ,
সব হারালাম-সব ছাড়ালাম
তবু তার রুজি না -রুচিও না,
আজ অন্তর ঘামে-স্নান করি,
ক্লান্ত হয়েও বুঝি না;
আমায়-
কেন তার রুচি না,
সপ্নগুলো উপড়ে দিলাম
আর তাকে রাখলাম ঢেকে।
আমি অরুচি তাই উজির-নাজির
থাকি অরুচি-তেই মেখে।