আমি,
পড়ে থাকা রাস্তার, পাথর।
হাহাকার, যঞ্জাল, বিরক্ত যাত্রা'
অসহ্য বেদনার মাত্রা।
তুমি-
মায়ার এক মুখ,
অপলক সুখ,ভোরের শিশির"
সপ্নে সপ্নে ভরাট জীবনের মাধুর্য।
আমি-
ছুটে চলা পা, অপমৃত্যু,অরুচি,অমানুষ'
ভাল হবার তাগিদে উম্মাদ, পাগলের বেশ।
নষ্ট জীবন"
তুমি-
বিকেলের সূর্যে, ছাদের উপর আল্পনা।
আহামরী লম্বা গলার হাসি,
এক কথার মানুষ।
তুমি আর আমি-দূরের দূরত্ব।