আমার মন বলছে,
আজ তোমার আমার দেখা হবে,
কোষে কোষে আশা,
আমার মন বলছে।

তুমি ঠিক কলেজের সামনে এসেই,
জানি ভাবো - বেয়াদপটা ঠিক এখানে আছে,
জানি,  চোখে হিংসে দেখাও,
তবে ভিতরটা তোমার জ্বলে যাই,
ভাবো-আমি পাল্টালাম না,

আমার মন বলছে তুমিও ভাবো।

জানি,
তোমার অনেক ভয়,
তার চেয়ে আমার ভয়টা বেশি,
মেঘের গর্জন শুনেছি,
তবে কাছে থেকে তোমাকে শুনিনি,
কত্ত যে ভয় লাগে,

কবিতা ও আর ভাল্লাগেনা,
সব ভৈরব নদীতে ভাসিয়েছি,
তবে আবেগ ভাসাতে পারিনি,
আক্ষেপ,
হয়ত আর কখন কোন সুযোগ পাবোনা,কিছু বলার,
তবে জানি দেখা হবে,  কথা ও হবে, তবে সে কথা মুখে নয়,
দেখা হবার পর তুমি কিছু ভাববে, আর আমি নিজেকে ঘেন্না করবো।

জানিনা কতদিন এই দেখা,
কতদিন পর মৃত্যু,
কতদিন পর কাদবে তুমি-
-না কতদিন পর হাসবে।