মাগো তোমার শবযাত্রায় নিশ্চুপ প্রয়াস
নির্মম পৃথিবীর পাতায় বয়স যখন দু মাস,
মোর বাকরুদ্ধ প্রান নির্বাক চোখে
অবলা হৃদয় পাথর কেঁদেছিল শোকে ।
মাগো তুমি তো বুঝনি মোর ব্যাথা
সে ব্যাথা কেবলি ছুঁয়েছিল হৃদয়,
মাগো এতটুকু জানে উঠেছিল প্রলয়
বাতাস আকাশের কানে বলেছিল সে কথা ।
মাগো তুমি ঘুমালে চিরতরে
কিভাবে কাটাবে ঐ অন্ধকার কবরে,
পৃথিবীর বুকে কচি দেহ নিষ্পাপ প্রান
অবশেষে মোরে নিঃশেষে করিলে দান ।