মা গো প্রতিক্ষণে
বিষ খায় জ্ঞানে অজ্ঞানে,
খাপছাড়া প্রানের শুন্যতা
কুরে কুরে খায় দৈন্যতা ।

যে দৈন্যতা মাকে ঘিরে
অন্তরের গভীরকে নিঃশেষ করে,
পোস্টারের দাবানলে হাক তুলে
জ্বালা পোড়ার দগ্ধ  মিছিলে ।

বিষণ্ণতার সদা ভর দুপুরে
ছারখার করে মন পুড়ে,
জ্বলে উঠে চোখের মনি
মায়ের ধ্বনি কান পেতে শুনি ।

মা বলে খোকা কাঁদিস না
বারুদের গন্ধ স্থায়ী না,
ধুয়ে মুছে সব এক হবে
মায়ের দোয়া সাথে রবে ।