মাগো আমি মুখে নয় বুকে ভালোবাসি
শুধু কল্পনার সিঁড়ি বেয়ে ঘুরে ফিরে আসি,
কারন তুমি বাস্তবে নাই হৃদয়ের গভীরে
মাখা মাখি কর বেদনার ঝড়ো অন্তরে ।
মুখে নয় একবারে বুকে আছো অনন্ত সুখে
তুমি অতিথি পাখি নও মিশে আছো চিরদুঃখে,
যাযাবর কষ্টের সাগর নদীতে ভেসে হাঁসি
অভিমানে বলছি তোমায় কত ভালোবাসি ।
হৃদয় ভাঙচুরে দক্ষিনা বাতাসের আবেশ নিয়ে
শান্ত আর মহনীয় মায়া ভরে ছোঁয়া পেয়ে,
আমার দরজায় আসবে বলে কপাট খুলেছি নিজে
আহুত ডাহুকের চিৎকারে ঘুম ভাঙ্গে তোর খোঁজে ।