মাগো আজি আমার মনে অজানা সংশয়ে
পরলোকে পেতাম আমি অচেনা কোন ভয়ে,
যদি দেখা হতো হাত বাড়িয়ে নিবে কোলে
নাকি শুন্যতায় হারিয়ে নিরবে যাবে চলে ।
যে স্পর্শ মায়ার মতো ছিল সারা আকাশময়
ভুলতে চাইলেও ছাড়েনা আজানা সংশয়,
আবার কখনো দেখা হলে দৃষ্টিতে ফুল ফুটবে
নাকি দেখার আগেই বাতাসে গোপনে মিশবে ।
আবার দেখা হলে যদি বৃষ্টি হয় প্রানে
ভিজবে কি সেই ফেলে আসা দিন গুনে,
চাঁপা কান্না আর শব্দহীন কষ্টে মাখা রাত
সবটাই মুছে দিবে ঋণ আসবে নতুন প্রভাত ।