তোমার ছোঁয়ায় বাতাসে মন ভরে মোর প্রানে
তোমার বোলা কথাতে ঘুম আসে শুনে শুনে,
তোমার ছায়া ঘুরে বেড়ায় আমার সাথে সাথে
তোমার বলা গল্প গুলো হাঁসায় দিনে রাতে ।
তোমার চোখের জল গুলো বৃষ্টি হয়ে নামে
তোমার হাঁসির ঝর্ণাতে মনে তুষার জমে,
সহজ সরল চলন বোলন আলতো হাঁসি মুখে
আমায় তুমি করতে আদর থাকতে সুখে দুঃখে ।
মিষ্টি হাঁসির নরম হাতে ভালোবাসার খুঁজে
প্রান ভরে সুখ নিতাম মনে চক্ষু দুটি বুজে,
সোনার ছেলে পেলে আকাক্ষার বীজ পুতে
সর্বশেষে প্রভু তোমায় নিল আকাশেতে ।