মা যন্ত্রণার চাদরে না পাবার আফসোস আছে
কিন্তু তোমার স্মৃতি ঘুমাতে দেই না মিছে মিছে,
স্মৃতিরা যখন দুঃখকে সামনে ধরে কথা বলে
বুকের বা পাশে সুক্ষ্য ব্যাথা চোখের জলে ।
মাগো তোমাকে না পাবার তীব্র আকাক্ষা
প্রতিটি ফোটায় ভেজা পলকের অশ্রু রক্ষা,
ভুবনের সব সুখ আনন্দ বিলাস ঘিরে ধরে
তোমাকে না পাবার আফসোস পুড়ে মরে ।
তুমি সেই কাঁটার গোলাপ যার রুপে মুগ্ধতা
স্পর্শে অভিশাপ মাখা স্বপ্ন আলোর মৌনতা,
অনেক অনেক দূরে থাকো তাই রক্তিম জ্বালা
তোমার সৌরভে মন হারাই বালুকা বেলা ।