মা তোমার অভিমান জন্ম দুঃখের গভীরে
কিছু অভিমান থাকে সবার মনের ভিতরে,
অভিমানে আত্মার ভরা নদী শুকিয়ে যেত
এতটুকু ভালো কিন্তু বড্ড বেশি কষ্ট দিতো ।
কিছু শব্দ হারিয়ে বিস্মৃতির পাতায় লুকাত
অভিমান জমা বুকে নক্ষত্রের জল পড়তো,
আর আমি জ্বল জ্বল করি অন্ধকার রাতে
আলো দিই পথ দেখায় অতি কষ্টের সাথে ।
কষ্টের বিষ বাষ্পে অশ্রুবিন্দুর ফোটা জল
ভিজিয়ে দেয় একাকী রাত শুন্য নিশিদল,
চোখের কোণে ঠাণ্ডা বাতাস নিরব আঁচরে
এক ফোটা শিশির রোদ মাখা মাখি করে ।