তুমি বলেছিলে মা চুপি চুপি আসবে না বলে
আমি তারিখ লিখেছি ফুল দিয়ে কোন কালে,
সন্ধ্যা হয় রাত আসে নির্ভয়ে পার হয় ভোর
তাঁরারা অলস ঘুমায়, নাই কোন প্রীতি ডোর ।

মা তুমি কি বুঝতে পারো পুড়ছি আগুনে
তবে কেন জল দিয়ে রাগ বাড়াও ফাগুনে,
এতটা নিষ্ঠুর কেন মায়াহিন দিনেরাতে
ভালোবেসে যদি নিঘাত কষ্ট পাই মনটাতে ।

আজি রাগে আমার সুখের আকাশ কালো
হৃদয় ফেটে চৌচির বিরহের আগুন জ্বালো,
বিরহে আমি ছাই হয়ে গেছি তবু নির্বিকার
অন্য কাউকে মা বলে ডেকে করি চিৎকার ।