তপ্ত হৃদয় জাগে বিকালের ক্যানভাসে
আলোর দেখা মিলে না ভাগ্যাকাশে,
জননী জগত প্রানের ধূসর অবকাশে
কণ্টক পার্কে বাঁশি বাজে নীল আকাশে ।
জেগে উঠে কষ্টের পাহাড় বুকের সবখানে
ভরে না জীবনে স্বাদ আলস্য আনমনে,
মাগো জানি না কোথায় আছো কিভাবে
আমাকে ছাড়া কাউকে ভালবেসেছ তবে ?
মা তুমি মাঝে মাঝে আসো আমি বুঝি
কখনো মেঘ, বৃষ্টি ঠাণ্ডা বাতাসে খুঁজি,
কখনো আসো সাদা কবুতর হয়ে কার্নিশে
শান্তির প্রতীক দূত হয়ে রোজ নিমিশে ।