মাগো অভিমানের গল্প শুনবো বলে
একটি রাতও ঘুমাতে পারেনি মন খুলে,
ঠুনকো আঘাতে ভাঙ্গে বিশ্বাসের বাতি
বিরহ বেদনার উপন্যাসে জাগি রাতি ।
কষ্টের কষাঘাতে অশ্রুতে মায়াবী মন
দেয়ালে রঙ তৈরির মিছিলে পুড়ে বন,
চির বাস্তবতার আলো দেয় ঘর ভরে
মিছে মায়ার নিশিতে ডুবি দ্বিপ্রহরে ।
অনুভবে অনুক্ষনে চিত্ত কষ্টে হাসে
মন ছুঁয়ে হামাগুড়ি স্বপ্নেরা আসে,
মধুময় সুখী জীবন নাচে অচেনা ত্রাসে
অন্তরে জানি অনুরাগের সুর ভাসে ।