আমার ভালো থাকা তুমি ছাড়া অর্থহীন
বিশাল শুন্যতায় ঘেরা অন্ধকার অমলিন,
দূর দিগন্তে ব্যাসার্ধ আমার সীমান্ত অবধি
ঘুরে ফিরে দেখি তোমার সলীল সমাধি ।

ঠিক বুঝতে পারি না কতটুকু শুন্যতা
পাবোনা জানি ইহজগতে তোমার মৌনতা,
শুন্যতার বিশাল সাগরে পিঁপড়ার মত ভাসি
চোখের জলে দ্বীপ পুনরায় ফিরে আসি ।

অপেক্ষার প্রহর রাতে ঘুম ভাঙ্গে নিরবে
কিন্তু শেষ বেলায় স্বপ্ন দেখি শান্ত সরবে,
অথচ কথা ছিল গল্প বলে ঘুম পাড়াবে
তোমার অভিমান গুলো যতনে বলবে ।