কুয়াশায় ঢাকা স্মৃতি গুলো সব ভাসে
পায়ের নিচে শুকনো পাতা হাসে,
ছুঁইতে গেলে ছাই হয়ে যাও উড়ে
নির্বাক চোখে দেখি জনতার ভিড়ে ।

পালাবো অচেনা পথে ভেবেছি যতবার
সবকিছু ভুলে যাবো ভাবেনি ততবার,
কিন্ত বুকের গভীরে তোমার ছাপ
মুছবো কেমনে মা সারা জীবনের পাপ ?

বদলায় জীবন সময়ের সাথে সাথে
তুমি চলে গেছো কোন এক কলঙ্ক রাতে,
চলে গেলেও আছো মোর বিশ্বাসে
মিশে গেছো রক্ত কণিকার নিঃশ্বাসে ।