সময়ের ধুলোয় ঢাকা পড়েছে সবকিছু
তবুও অমলিন ছাড়িনা স্মৃতির পিছু,
মন ছুঁয়ে দেখি আবার থমকে দাঁড়ায়
যেখানেই থাকো ভালোবেসে হাত বাড়ায় ।
একদিন স্বপ্নের সাথী ছিল এই ধুলো পথ
প্রতিটি রাত হাসিতে আলোকিত টানা রথ,
সে পথেই একলা হেঁটে যাই আনমনে
পেছন থেকে ডাকবে খোকা যা শুনে ।
তোমার ছায়া লাগছিলো ঘোর বাতাসে
বুকের মাঝে কেঁপে কেঁপে দোলা আসে,
আগের ব্যাকুলতা উষ্ণতা নেই মাঝে
শুধু আছে শুন্যতা হিমশীতলের খোঁজে ।