আজ যত টুকু মনে পড়ে মায়ের সব স্মৃতি
তেমন কিছুই নাই তবুও বাড়ে মায়াবী প্রীতি,
শুধু একজোড়া সাদা রঙের জুতা দেখেছি
চুলার ছাই তোলা কাসার হাতা পেয়েছি ।
দেখেছি একটি চামড়ার ছেড়া সুটকেস
জানি না হয়তো মা ছিল বেশী স্মার্টনেস,
সেগুলো ছুঁয়ে অনুভবের গভীর তলে
নিজেকে ডুবে হারিয়ে অথৈ জলে ।
মাকে নিজ চোখে দেখার অনুভুতি নাই
তবুও মায়ের রাখা স্মৃতির গন্ধ পাই,
যদি বুঝতাম সেগুলির মুল্য বেশি ভার
বুকের ভিতর রাখিতাম যতনে তার ।