জননী জানো না তুমি শুন্য জানালায় শুনি
সবচেয়ে নীরব পরাজয় স্বপ্নের জাল বুনি,
তুমি বাস্তবে আর আমার মাঝে নেই প্রানে
প্রতিটি নিঃশ্বাস একা হয়ে দিন গুণে ।
পেয়েছি বিরহ চেয়েছিলাম ভালোবাসা
মা ছেলের বন্ধনে চির যুগান্তরের আশা,
জীবনে তাও এলো না প্রেমের আবহ
সব শেষ অধরায় পতিত নির্মোহ ।
স্বপ্ন বীজনে বেঁধেছি নীড় হারা নিকুঞ্জে
সুখী হতে কষ্ট করেছি ছলনার অঞ্জনে,
ছলনায় কাঁদে মন ব্যথাতুর নীলিমায়
মেঘের রঙ্গিন বুকে দেখা হবে আয়নায় ।