হারানো শব্দের গভীরে যে বাঁধা ছিল মনে
প্রশান্তির ঝড় উড়ে যাবে কোন খানে,
শান্তনার জাল বুনে অযুত কোটি বছর পরে
যদিও হয় দেখা মাগো বেহেস্তর ঐ ঘরে ।
অচেনা ভোরে স্বপ্ন বুনেছি নির্জনে
তবুও নিঃসঙ্গ গল্পের বিচ্ছেদে দিন গুনে,
সেই পুরানো গল্পরা ফিরে আসে বারে বারে
বুকে জমে থাকা রক্ত কথা বলে চুপিসারে ।
প্রতিশুতি এঁকেছিল শুন্য সীমানার মাঝে
সবকিছু ভাসমান প্রতীক্ষার প্রহরে সাজে,
কিছু মানব কখনো হারায় না সবখানে
না বলা কথা ভাসে দূর দিগন্তের বনে ।