মাগো একদিন দেখা হবে হয়তো নিরবে
সেদিন হাসব না কিন্তু চোখের জল ঝরবে,
আবার কোন এক বসন্তের মাঝে দেখা হবে
নিদারুন আবেগ কণ্ঠে খুশির ঘণ্টা বাজবে ।
যেদিন একটু ছুঁয়ে দেখবে খোকার গালে
তুমি কতদিন দেখনি মায়াবি চোখ মেলে,
তুমি ওপারে আছো তাই বলে দেখনি চেয়ে
কিন্তু আমার মনে আগুন ঝরে দুঃখ বেয়ে ।
মাগো হাত ধরেছিলে ভয় কাঁপানো রাতে
সে হাত আজো আছে পারবে কি নিতে,
যে ছোঁয়ায় আমার কান্না যেত থেমে
হৃদয়ের কোনে কাঁদে হারানো প্রেমে ।