মাগো আমার ইচ্ছে গুলো শূন্যতায় ভাসে
তুমি নেই তবুও আজো স্মৃতি গুলো আসে,
তোমার কথা ভাবতে গেলে জানালার ফাঁকে
সমদ্রের গভীরতা আঁকে হৃদয়ের বাঁকে ।
তোমাকে ছুঁইতে গেলে বাতাস হয়ে উড়ো
নক্ষত্রের রাতে ভয় পেয়ে হাত ছাড়ো,
তুমি নেই তবুও আছো নোনতা হাওয়ায়
যোগ বিয়োগের মাঝে বেঁচে আছি মায়ায় ।
কবিতার শব্দগুলো কাঁদে মাঝ রাতে
নিশিতের বুকে ঘাম ঝরে রোজ প্রভাতে,
যদি দেখা দাও চুপি সারে কবিতার লাইনে
চোখের কালিতে লিখবো অতি যতনে ।