আকাশে হরতাল বৃষ্টি হবে না আজ
তুমি আসলে না তাই সপ্নের রঙে ভাঁজ,
মা আছো তবুও নেই বাতাসের সাথে
কখনও আকাশের গাঁয়ে পূর্ণিমার রাতে ।

মাগো নদীর জল বিকালে রোদের আলো
মিশে আছে মনে বিরহের সুর জ্বালো  
সূর্য বিদায় নিলে বিশাল আকাশ জুড়ে
ভোরের পাখির কণ্ঠে ঘুম ভাঙে নীড়ে ।

কদমের ঘ্রান মিশে আছে বসন্ত বাতাসে
দিগন্তের ওপারে তুমি নীল রঙ আকাশে,
বৃষ্টির একটানা সুরের ধারায় তুমি আছো
সোনালী মেঘের ছায়ায় মিশে গেছো ।