দুঃসহ ব্যথা বেদনা, আনন্দ নয় প্রানে
বাতাসে ঘ্রানে জীবনের স্বাদ আনে,
জননীর চলে যাওয়া অখুশি বসন্ত
মা হারানোর কষ্ট বহমান অনন্ত ।
ঘর ভাঙ্গা শ্রাবনে আষাঢ়ের নতুন জলে
পত্র ঝরা শরত বিবর্ণ রুপে মিলে,
যদি দেখি তোমায় হলুদ শাড়িতে বসে
যুগল ঠোঁটের চুম্বন আগুনের রেশে ।
তুমি শিমুল ফুলের বন্যায় ভেসে আসো
নীরব তৃষ্ণার জলে তৃপ্তির হাসি হেঁসো,
আমার আকংখার উঠানে রঙিন স্বপ্ন
তুমি আসবে বলে সকল আশা বিপন্ন ।