শুধু একবার যদি নির্বাক চোখে দেখি
দেখা হোক মোর হৃদয়ে মাখামাখি,
পুলকিত উতচ্ছাস বাধাহীন প্রানেতে
মা হারা ধন খুঁজে পাবে জগতে ।
দেখা হোক পাঁচই বৈশাখ মেলায়
ফাগুন কিংবা চৈত্রর আনন্দ খেলায়,
চারদিকে কোলাহলের ডামাডোল
অবাক জনতার গুঞ্জনে চাপা বিবহল ।
হাজার ফুল নয় শুধু ভালোবাসার টান
নতুন সুরে বাজবে কোকিলের গান,
শুকনো পাতায় ভেসে যাবে যাতনা
পড়ে কাঁদে স্মৃতি অদৃশ্য বেদনা ।