বৃষ্টির জলে ভেজা ইচ্ছে লাগে একবার
তোমাকে যত দেখি অবাক ততবার,
কোন কালে কখনো নিরর্থক দেখা হোল
সে দেখায় পুড়তে পুড়তে মন জ্বল ছিল ।
আজ তুমি নাই তবুও অবজ্ঞার আগুনে
মৃতপ্রায় হৃদয় বানের বনভুমির বনে,
যেটুকু স্মৃতি ছিল কল্পনার সাগরে
তাও পড়ে আছে উপেক্ষার সমাদরে ।
হাহাকারের ধ্বনি খামছে খায় মরুভুমি
এত কিছুর পরেও বেশরম আত্মা আমি,
আসলে লজ্জার গলায় দড়ির নব্য বাঁধ
শুধু একবার তোমাকে দেখার লাগে সাধ ।