মোর ঘরে সৎ মায়ের ডাক শুনে
ঘুম থেকে উঠে ভয়ে আনমনে,
জীবন জ্বলে সৎ মায়ের প্যারায়
তোমায় খুঁজি মা লক্ষ তারায় ।

মাগো তুমি দেখ কাঁপে নিচু ভুমি
চোখের কোনে জল চাই না আমি,
কথার আঘাতে দিল ভেঙ্গে মশগুল
মনে পড়ে মাগো আজি সারারাগুল ।

সন্ধ্যা পড়ে রাত্রি নামে নিঝুম ডাকে
ময়নামতির ঘুম ভাঙ্গে সেই ফাঁকে,
চাঁপা কষ্টে বোবা কান্নায় ধরে মনটা
সুখ কিসে আছে নিভে যাবে প্রাণটা ।