ভালো মানুষ রুপে চেষ্টা করেছি চলা
কেউ কোণ প্রশ্ন করেনি কোন বেলা,
বিধাতা মোরে শক্তি দিয়েছে বুকে
ন্যায় অন্যায়ের মাঝে থাকি সুখে ।

ঝড়ে পড়া পাতার মুল্য পরিশোধে
সুখ দুঃখ চিনবে জীবন মূল্যবোধে,
শব্দ চয়নে সাবধান থাকি সদামনে
ভালো ছেলের দাম আছে সবখানে ।

জননীর আত্মা সুখে থাক জান্নাতে
অপরাধের কাদা না ছুঁই মোর যাতে,
মা আছে আমার সাত তারার মাঝে
চেয়ে থাকি আমি গোধূলির সাঁঝে ।