কিশোর বয়সে নানা রকম সখ জাগে
খেলার সাথীরা খেলতে নিত না ভাগে,
স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আনমনে
অপলক চোখে তাকিয়ে মন প্রানে ।

দুষ্ট ছেলেরা মা নাই তাই অবহেলা করে
কিন্তু আমি সাহস রাখী আল্লাহর তরে,
একদা বন্ধুর ধাক্কায় পড়ে যাই মাটিতে
হাতে পায়ে মাথায় রক্ত লাগে আঘাতে ।

কষ্টে শরীর কাঁপে দুঃখের নদীতে
মান অভিমানে দম বন্ধ মায়ের মায়াতে,
অমনি রাগে হাতে থাকা কলমের কালী
সহসা অভয়ে গাঁয়ে দিই তার ঢালি ।