জননী মাগো অমানিশার রাতে জাগি
সত্যি আজ বঞ্চনার শিকারে ত্যাগী,
জ্বালাময়ী অনশনে অশ্রু ঝরে মনে
কাঙাল আমি মা ডাকার সুর শুনে ।
যে সুর বাঁধনে হারায় সীমানা শেষে
পথ খুঁজে পাই মন মুসাফির বেশে,
একটি বারেও ডাকতে পারেনি বলে
আক্ষেপ মোর ঘোর নিয়তির ফলে ।
নিয়তির জালে হারিয়ে গেছো জলে
স্বপ্ন দেখিয়ে যেথায় মিথ্যা মায়ার ছলে,
আকুতি আমায় আপন করেছে বলে
মাতৃহীন দুঃখে ভাসি নদীর জলে ।