পরের মাকে মা বলে শান্তি পাওয়া যাই
উষ্ণ কণ্ঠ ফাটে মা ডাকার পিপাসায়,
হা হা কার মন ভয়ঙ্কর ঝড় উঠে
তপ্ত শিখাতে জ্বলে মা নামের ঘাটে ।

আক্ষংখার কড়াইয়ে জ্বলে নিদারুণ কষ্ট
মা ছাড়া আজ আমি দিব্য পথভ্রষ্ট,
নিঃসঙ্গের বেড়া জালে আটকানো পথ
মায়ের তৃপ্তি সুখ আমার অভিমত ।

মা হারার পরে তৃষ্ণার ভর দুপুরে
হৃদয় ডঙ্কায় ঘা বাজে সুর নুপুরে,
কুহেলিকা প্রান ছট ফট করে নিরবে
তৃষ্ণার জল চোখ বেয়ে পড়ে কবরে ।